Wellcome to National Portal
Welcome to the web portal of the Office of the Deputy Director, Directorate of Agricultural Extension, Horticulture Centre, Banrupa, Rangamati.
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

List of services
  • ফল, ফুল ও শাকসবজির মান সম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ করা।
  • বিশুদ্ধ জাতের ফলের চারা কলম উৎপাদন ও ন্যায্য মূল্যে বিক্রয় করা।
  • বিভিন্ন উফসী জাতের ফলের মাতৃবাগান সৃজন ও সংরক্ষণ করা।
  • সংশ্লিষ্ট এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণে চাহিদা ভিত্তিক ফল/সবজির চারা কলম উৎপাদন ও বিতরণ করা।
  • ফলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধিকরণে প্রদর্শণী বাগান সৃজন করা।
  • বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান ও চারা কলম বিতরণ করা।
  • নতুন দেশি বিদেশি উপযোগি উন্নত জাতের ফলের আবাদ  সম্প্রসারণ করা।
  • গবেষণাগার কতৃক নতুন উদ্ভাবিত ফল ও সবজির চারা কলম সহজলভ্য করা।
  • কৃষক ও নার্সারীম্যানদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা।
  • ফলের উৎপাদন বৃদ্ধিকরণে কৃষি সম্প্রসারণ বিভাগকে সহায়তা করা।
  • এলাকায় সৃষ্ট বাগানসমূহের সমস্যা সমাধানে পরামর্শ দেওয়া।
  • লাভজনক ফল বাগান সৃজনে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা।