Wellcome to National Portal
Welcome to the web portal of the Office of the Deputy Director, Directorate of Agricultural Extension, Horticulture Centre, Banrupa, Rangamati.
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

projects
ক্র: নং
 প্রকল্পের নাম
প্রকল্প শুরুর তারিখ
প্রকল্প শেষের তারিখ
 প্রকল্পের প্রধান উদ্দেশ্য
 প্রকল্প এলাকা
 প্রকল্পের কার্যক্রম
মন্তব্য
01 বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প
30-07-2015

*দেশের পাহাড়ী জেলাসহ  অন্যান্য জেলার অসমতল ও পাহাড়ী জমি এবং    উপকূলীয় ও আন্যান্য অঞ্চলের অব্যবহৃত জমি ও      বসতবাড়ীর চার পাশের জমিকে আধুনিক   পদ্ধতিতে চাষাবাদের আওতায়   এনে উদ্যান ফসল উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি        সমতল ভূমিতে অন্যান্য মাঠ   ফসলের      উৎপাদনের সুয়োগ অক্ষুনণ রাখা।

* দেশীয় এবং রপ্তানীযোগ্য  ফসলের ক্লাষ্টার/ক্লাব ভিত্তিক উৎপাদন।

* বিদ্যমান  হর্টিকালচার সেন্টার সমূহের  অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন এবং নতুন হর্টিকালচার সেন্টার স্থাপনে মাধ্যমে মান সম্পন্ন চারা/ কলম উৎপাদন বৃদ্ধি।

* নারীর ক্ষমতায়ন আয় বৃদ্ধি এবং উদ্যান বিষয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিবেচনা।

* পয়তাল্লিশ টি জেলার তিনশত বাষট্টিটি
উপজেলা ও ষাট টি
উদ্যান উন্নয়ন কেন্দ্র।
* প্রশিক্ষণ ও শিক্ষা সফর, প্রদর্শনী, যানবাহন ক্রয়, কৃষি যন্ত্রপাতি ও অফিস     সরঞ্জাম ক্রয়, নির্মান ও পূর্তনগর    বিক্রয় কেন্দ্র , ফল  প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরী নির্মাণ, হর্টিকালচার সেন্টারের লজিষ্টিক সাপোর্ট ও অবকাঠামো  উন্নয়ন।
02 কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প           ( ডিএই অংগ)

* কাজুবাদাম ও কফির জাত ও ব্যবস্থপনা
প্রযুক্তির উন্নয়ন এবং সম্প্রসারণের মাধ্যমে 50% বৃদ্ধি এবং বিদ্যমান উৎপাদন এলাকা
দুইশত হেক্টর হতে ছয়শত হেক্টর বৃদ্ধি করা ।
* উৎপাদিত কাজুবাদাম ও কফি দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানীর মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধি করা।
* প্রকল্পএলাকায় কৃষকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দারিদ্র বিমোচন ও পুষ্টি উন্নয়ন সহায়তা করা।
* পাহাড়ীএলাকায় পতিত জমি কজে লাগিয়ে স্বল্প পুজিতে আগ্রহী কৃষকদের দ্বারা
উৎপাদিত কাজুবাদাম ও কফি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ করা।

 কার্যক্রমঃ   প্রশিক্ষণ, পদর্শনী, কফি
প্রসেসিং যন্ত্রপাতি ক্রয় এবং ভবন নির্মাণ।

03