Wellcome to National Portal
Welcome to the web portal of the Office of the Deputy Director, Directorate of Agricultural Extension, Horticulture Centre, Banrupa, Rangamati.
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

at a glance

প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভুমি রাঙ্গামাটি পার্বত্য জলা রাজধানী ঢাকা থেকে 300 কিঃ মিঃ দুরে কাপ্তাই লেকের মধ্যে অবস্থিত। রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে 1967-1968 খ্রিস্টাব্দে হর্টিকালচার সেন্টার, বনরুপা কেন্দ্রটি স্থাপিত হয়। এ কেন্দ্রটি দুটি অংশে 5.00 একর পাহাড়ী অনুর্বর ভুমি নিয়ে গড়ে উঠেছে। 1973 পূর্ববর্তী সময়ে কেন্দ্রটি বি.এ.ডি.সি -এর আওতাধীন ছিল। 

প্রতিষ্ঠার পর থেকে রাঙ্গামাটি জেলাসহ অন্যান্য এলাকায় উন্নত জাতের মান সম্পন্ন বিভিন্ন ফলদ, শাক-সবজী, বনজ ঔষধী, মসলা, ফুল ও শোভাবর্ধনকারী গাছের চারা-কলমসহ বিভিন্ন উদ্যান ফসলের বীজ বিক্রয় ও বিতরণ করে আসছে। পাশাপাশি এ সেন্টার হতে সরকারী ও এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদ্যান বিষয়ক বিভিন্ন পরামর্শ ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ফলশ্রুতিতে এ সেন্টারটি উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের চারা/ কলম, বীজ ও তথ্য-পরামর্শ প্রাপ্তিতে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।