ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত ৩ বছরে উদ্যান ফসল তথা আলু, ফল, সবজি, মসলা ও ফুলের বাম্পার উৎপাদন করতে সক্ষম হয়েছে । হর্টিকালচার উইং এর আওতায় হর্টিকালচার সেন্টার, বনরূপা, রাঙ্গামাটি পার্বত্য জেলা উদ্যান ফসল সম্প্রসারণে উলেস্নখযোগ্য কার্যক্রম চলমান রেখেছে । এ কার্যক্রমে কৃষকদেরকে উন্নতমানের চারা/কলম ও বীজ উপাদন ও বিতরণ জোরদার করা হয়েছে । বিগত তিন বছরে এ হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ১৫১৪১০টি ফলের চারা/কলম, ২০৯০০টি ফুলের চারা/কলম, ১০৯৫০টি মসলা চারা/কলম, ৭২৭৮০টি সবজি চারা; ১৩৫০টি ঔষধী চারা/কলম উৎপাদন এবং ৮২৮১৪টি ফলের চারা/কলম, ৯৩৫৯টি ফুলের চারা/কলম, ৩৯৮৮টি মসলা চারা/কলম, ৬০৬৮০টি সবজি চারা; ১৯১টি ঔষধী চারা/কলম বিতরন করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস