Wellcome to National Portal

উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, বনরুপা, রাঙ্গামাটি এর  তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত ৩ বছরে উদ্যান ফসল তথা আলু, ফল, সবজি, মসলা  ও ফুলের বাম্পার উৎপাদন করতে সক্ষম হয়েছে । হর্টিকালচার উইং এর আওতায় হর্টিকালচার সেন্টার, বনরূপা, রাঙ্গামাটি পার্বত্য জেলা উদ্যান ফসল সম্প্রসারণে উলেস্নখযোগ্য কার্যক্রম চলমান রেখেছে । এ কার্যক্রমে কৃষকদেরকে উন্নতমানের চারা/কলম ও বীজ উপাদন ও বিতরণ  জোরদার করা হয়েছে । বিগত তিন বছরে এ হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ১৫১৪১০টি ফলের চারা/কলম, ২০৯০০টি ফুলের চারা/কলম, ১০৯৫০টি মসলা চারা/কলম, ৭২৭৮০টি সবজি চারা; ১৩৫০টি ঔষধী চারা/কলম  উৎপাদন এবং ৮২৮১৪টি ফলের চারা/কলম, ৯৩৫৯টি ফুলের চারা/কলম, ৩৯৮৮টি মসলা চারা/কলম, ৬০৬৮০টি সবজি চারা; ১৯১টি ঔষধী চারা/কলম বিতরন করা হয়েছে ।