প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভুমি রাঙ্গামাটি পার্বত্য জলা রাজধানী ঢাকা থেকে 300 কিঃ মিঃ দুরে কাপ্তাই লেকের মধ্যে অবস্থিত। রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে 1967-1968 খ্রিস্টাব্দে হর্টিকালচার সেন্টার, বনরুপা কেন্দ্রটি স্থাপিত হয়। এ কেন্দ্রটি দুটি অংশে 5.00 একর পাহাড়ী অনুর্বর ভুমি নিয়ে গড়ে উঠেছে। 1973 পূর্ববর্তী সময়ে কেন্দ্রটি বি.এ.ডি.সি -এর আওতাধীন ছিল।
প্রতিষ্ঠার পর থেকে রাঙ্গামাটি জেলাসহ অন্যান্য এলাকায় উন্নত জাতের মান সম্পন্ন বিভিন্ন ফলদ, শাক-সবজী, বনজ ঔষধী, মসলা, ফুল ও শোভাবর্ধনকারী গাছের চারা-কলমসহ বিভিন্ন উদ্যান ফসলের বীজ বিক্রয় ও বিতরণ করে আসছে। পাশাপাশি এ সেন্টার হতে সরকারী ও এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদ্যান বিষয়ক বিভিন্ন পরামর্শ ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ফলশ্রুতিতে এ সেন্টারটি উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের চারা/ কলম, বীজ ও তথ্য-পরামর্শ প্রাপ্তিতে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস