ক্র: নং |
প্রকল্পের নাম
|
প্রকল্প শুরুর তারিখ
|
প্রকল্প শেষের তারিখ
|
প্রকল্পের প্রধান উদ্দেশ্য
|
প্রকল্প এলাকা |
প্রকল্পের কার্যক্রম
|
মন্তব্য
|
01 | বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প |
30-07-2015
|
|
*দেশের পাহাড়ী জেলাসহ অন্যান্য জেলার অসমতল ও পাহাড়ী জমি এবং উপকূলীয় ও আন্যান্য অঞ্চলের অব্যবহৃত জমি ও বসতবাড়ীর চার পাশের জমিকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আওতায় এনে উদ্যান ফসল উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি সমতল ভূমিতে অন্যান্য মাঠ ফসলের উৎপাদনের সুয়োগ অক্ষুনণ রাখা। * দেশীয় এবং রপ্তানীযোগ্য ফসলের ক্লাষ্টার/ক্লাব ভিত্তিক উৎপাদন। * বিদ্যমান হর্টিকালচার সেন্টার সমূহের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন এবং নতুন হর্টিকালচার সেন্টার স্থাপনে মাধ্যমে মান সম্পন্ন চারা/ কলম উৎপাদন বৃদ্ধি। * নারীর ক্ষমতায়ন আয় বৃদ্ধি এবং উদ্যান বিষয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিবেচনা। |
* পয়তাল্লিশ টি জেলার তিনশত বাষট্টিটি
উপজেলা ও ষাট টি উদ্যান উন্নয়ন কেন্দ্র। |
* প্রশিক্ষণ ও শিক্ষা সফর, প্রদর্শনী, যানবাহন ক্রয়, কৃষি যন্ত্রপাতি ও অফিস সরঞ্জাম ক্রয়, নির্মান ও পূর্তনগর বিক্রয় কেন্দ্র , ফল প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরী নির্মাণ, হর্টিকালচার সেন্টারের লজিষ্টিক সাপোর্ট ও অবকাঠামো উন্নয়ন। |
|
02 | কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প ( ডিএই অংগ) |
|
|
* কাজুবাদাম ও কফির জাত ও ব্যবস্থপনা
প্রযুক্তির উন্নয়ন এবং সম্প্রসারণের মাধ্যমে 50% বৃদ্ধি এবং বিদ্যমান উৎপাদন এলাকা দুইশত হেক্টর হতে ছয়শত হেক্টর বৃদ্ধি করা । * উৎপাদিত কাজুবাদাম ও কফি দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানীর মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধি করা। * প্রকল্পএলাকায় কৃষকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দারিদ্র বিমোচন ও পুষ্টি উন্নয়ন সহায়তা করা। * পাহাড়ীএলাকায় পতিত জমি কজে লাগিয়ে স্বল্প পুজিতে আগ্রহী কৃষকদের দ্বারা উৎপাদিত কাজুবাদাম ও কফি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ করা। |
|
কার্যক্রমঃ প্রশিক্ষণ, পদর্শনী, কফি
প্রসেসিং যন্ত্রপাতি ক্রয় এবং ভবন নির্মাণ। |
|
03 |
|
|
|
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস